প্রচ্ছদ ›› খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসর

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২৩ ১৩:৩৪:৫৪ | আপডেট: ১ year আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসর

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন তামিম ইকবাল। বুধবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেই ছিল সফল ওপেনারের শেষ ম্যাচ।

চট্টগ্রামের টাওয়ার ইন হোটেল আকস্মিক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তামিম। এসময় আবেগাপ্লুত হয়ে কথা বলতে পারছিলে না তিনি। বার বার কান্নায় ভেঙে পড়েন।

অবসর পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামিম বলেন, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।’

ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন।

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে গত রাতে হওয়া ম্যাচটি তামিমের শেষ আন্তর্জাতিক।