করোনার ধাক্কা লাগায় আবারও আইসোলেশনে যেতে হয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের। এবার এক নেট বোলারের করোনা শনাক্ত হওয়ায় আবারও আইসোলেশনে যেতে হচ্ছে দলটিকে। এর আগে ৬জন খেলোয়াড় এবং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় গত এপ্রিলে আইসোলেশনে যেতে হয়েছিল পুরো দলকে।
রোববার দ্বিতীয়বার আইসোলেশনে যেতে হয়েছে টাইগার বাঁ-হাতি পেসার মুস্তাফিজের দিল্লিকে। এ দিন সন্ধ্যায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মাঠে নামার কথা দিল্লির। কিন্তু সকালে পুরো দলের আবারও করোনা পরীক্ষা করা হয়েছে। এখন খেলোয়াড়, স্টাফসহ দলের সাথে থাকা সবাই হোটেলে নিজেদের কক্ষে অবস্থান করছেন।
এপ্রিলে দিল্লির অলরাউন্ডার মিচেল মার্শ ও উইকেটরক্ষক টিম সেইফার্ট সহ মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়। তখন রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লির ম্যাচগুলো পুনে থেকে মুম্বাইয়ের স্থানান্তর করা হয়।
বিসিসিআই এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা আশা করছি, সূচি অনুযায়ী ম্যাচ হবে। যদি আজকের ম্যাচটি অনুষ্ঠিত না হতো, তাহলে বোর্ড এতক্ষণ আমাদের নিশ্চয় জানাতো। এছাড়া নেট বোলার করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হওয়ার কথা নয়।’