প্রচ্ছদ ›› খেলা

আবারও বিসিবি সভাপতি পাপন

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২১ ১৫:২৬:২১ | আপডেট: ৩ years আগে
আবারও বিসিবি সভাপতি পাপন
নাজমুল হাসান পাপন

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।

বৃস্পতিবার নব-নির্বাচিত কমিটির সদস্যদের ভোটে এককভাবে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০১২ সালে সরকারের মনোনীত হয়ে বিসিবির সভাপতির আসনে বসেছিলেন নাজমুল হাসান পাপন। পরের বছর প্যানেল নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। চার বছর পর অর্থাৎ ২০১৭ সালেও একইভাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার আবারও একই পদে বসলেন আবাহনী লিমিটেডের এই কাউন্সিলর।

এবারের নির্বাচনে ২৩ পদের বিপরীতে ৩২ জন কাউন্সিলর মনোনয়ন পত্র তুলেছিলেন। ২৫ জনের কমিটির অন্য দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হয়ে। মনোনয়ন নেওয়াদের মধ্যে চারজন প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও তিনজন নির্ধারিত সময়ে না দেওয়ায় তা আমলে নেয়নি নির্বাচন কমিশন।

ক্যাটাগরি-১ এর পাঁচ বিভাগ থেকে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২৭ ভোটারের মধ্যে ১১৪ জনের ভোটে ২৩ জন নির্বাচিত হন। তাদের মধ্য থেকে সকল পরিচালকের সম্মতিক্রমে আবারও সভাপতি পদে বসতে যাচ্ছেন পাপন।