২০১৭-১৮ মৌসুমের পর টেস্ট ও ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা গেলো বাংলাদেশ। ওয়ানডে দিয়ে সফর শুরু এবং শেষ টেস্ট ম্যাচে।
ম্যাচ তিনটি ১৮, ২০ ও ২৩ মার্চ যথাক্রমে সেঞ্চুরিয়ান, জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়ানে। প্রথম টেস্ট ৩০ মার্চ-৩ এপ্রিল ডারবান এবং ৭-১১ এপ্রিল পোর্ট এলিজাবেথে।
দক্ষিণ আফ্রিকার ভিন্ন পরিবেশ, কঠিন উইকেটে খেলা। এমন হার্ড ও বাউন্সি উইকেটে ব্যাটিং করা কঠিন জেনেও ব্যাটিং কোচ জেমি সিডন্স ভালো করার আশা করছেন, ‘কাজটা কঠিন হবে। তবে আমার বিশ্বাস, আমরা সত্যিই ভালো করবো। ছেলেরা ভালো অবস্থায় আছে। আফগানিস্তানের বিপক্ষে বেশ ভালো করেছে। স্রেফ আরেকটু ভালো ব্যাট করতে হবে।’
গতকাল সকালে তৃতীয় ধাপে ঢাকা ছাড়ার আগে মিডিয়ার মুখোমুখিতে কথাগুলো বলেন সিডন্স। আফ্রিকার মাটিতে জয় আছে। কিন্তু আফ্রিকার বিপক্ষে দেশটির মাটিতে জয় নেই। এবার জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা।