‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন ওয়ানডে ক্রিকেটের ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচজন দশক সেরা ক্রিকেটার নির্বাচিত করেছে। তাদের বিচারে সবশেষ দশক সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। আজ বৃহস্পতিবার উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৮তম সংস্করণ প্রকাশিত হয়েছে।
গত দশকে (২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত) ১১ হাজারের বেশি রান করেছেন কোহলি। তার গড় ৬০ এর অধিক এবং সেঞ্চুরি রয়েছে ৪২টি। এর মধ্যে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপসহ একাধিক শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। তার দশকে কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালের আগে বাদ পড়েনি ভারত।
গত পাঁচ দশকের সেরাদের মধ্যে তিনজনই ভারতের ক্রিকেটার। ১৯৭০-এর দশকে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী স্যার ভিভ রিচার্ডস। এ ছাড়া ১৯৮০-এর দশকে হয়েছেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেব, ১৯৯০-এর দশকে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার, ২০০০-এর দশকে লঙ্কান স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন ও ২০১০-এর দশকে বিরাট কোহলি।