প্রচ্ছদ ›› খেলা

উইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আইরিশরা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২২ ১৪:২৭:৫০ | আপডেট: ২ years আগে
উইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আইরিশরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। তিন ম্যাচে দুই হারে গ্রুপ বি থেকে সুপার টুয়েলভে খেলার আশা শেষ হয়ে গেছে দু’বারের চ্যাম্পিয়নদের। আয়ারল্যান্ডের পাশাপাশি দিনের অপর ম্যাচে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের মধ্যকার জয়ী দল সুপাল টুয়েলভে খেলবে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজের অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪৬ রান করে দলটি। ব্র্যান্ডন কিং ছয়টি চার ও একটি ছয়ে ৪৮ বলে সর্বোচ্চ ৬২ রান করেন।

গ্যারেথ ডেলানি ১৬ রানে তিন উইকেট শিকার করেন।

জবাবে ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং ছয়টি চার ও দুটি ছয়ে ৪৮ বলে ৬৬ রান করেন। তিনে নামা লোরকান টাকার ৩৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। এছাড়া অপর ওপেনার অ্যান্ড্রু বালবির্নি ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন।

এদিকে বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ এ-এর শীর্ষ থেকেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এছাড়া নেদারল্যান্ডস গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে থেকে সুপার টুয়েলভে খেলবে।