শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের জেরে নাগরিক অস্থিরতার কারণে উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও দেশটিতে পূর্বনির্ধারিত সফর করবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার দেশটির ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেছেন, ক্রীড়া সংস্থা, ফেডারেল সরকার এবং শ্রীলঙ্কার ক্রিকেট কর্মকর্তারা দেশটির অবস্থা পর্যবেক্ষণে ‘তীক্ষ্ণ নজর রাখছেন’।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে,‘খেলোয়াড় ও কর্মীদের ব্রিফ করা হয়েছে এবং তিন সপ্তাহ নাগাদ স্কোয়াড ঘোষণা করা হবে। তাছাড়া সূচির কোনো পরিবর্তন নেই।’
আগামী জুন ও জুলাই মাসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শ্রীলঙ্কায় তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে।
এদিকে চলতি সপ্তাহে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর অস্থিরতার মাঝে দেশটিতে সফরের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার জন্য পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।