উরুগুয়ে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হতে রাজি হয়েছেন মার্সেলো বিয়েলসা। বৃহস্পতিবার দেশটির সকার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ এই তথ্য নিশ্চিত করে। খবর ইএসপিএনের।
এক্সিকিউটিভ কমিটির মেম্বার জর্জ চাসালেস এ নিয়ে এপিকে জানান, লিডস ইউনাইটেডের সাবেক কোচ ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দলের সঙ্গে চুক্তি করবেন। তিনি বলে, ‘শুধু চুক্তির সইটাই বাকি রয়েছে।’
৬৭ বছর বয়সী পাগলাটে এই কোচ আগামী কয়েকদিনের মধ্যেই উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে থাকতে পারেন বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।
আগামী জুনে দলের হয়ে অভিষেক হতে পারে আর্জেন্টাইন কোচ বিয়েলসার। যেখানে নিকারাগুয়া ও কিউবার বিপক্ষে খেলবে দুবারের বিশ্বকাপজয়ীরা।