পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৯ উইকেট নিয়ে আইসিসি টেস্ট বোলিং র্যাংকিং তালিকায় দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। ৬৩৬ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠেছেন তাইজুল।
গত সপ্তাহের পারফরমেন্সের উপর ভিত্তি করে পুরুষ র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ডারবানে প্রথম টেস্টে না হলেও, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার সুযোগ পান বাংলাদেশের তাইজুল।
পোর্ট এলিজাবেথে খেলতে নেমেই বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৬৫ ওভারে ২০২ রানের বিনিময়ে ৯ উইকেট নেন তাইজুল। প্রথম ইনিংসে ১৩৫ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৩ উইকেট নেন তিনি।
বাংলাদেশি বোলারদের মধ্যে র্যাংকিংয়ে সবার উপরে আছেন তাইজুল। এরপরই আছেন সাকিব আল হাসান। ৫৬২ রেটিং নিয়ে ৩০তম স্থানে আছেন তিনি।
দ্বিতীয় টেস্টে বল হাতে দুই ইনিংসে ৪ উইকেট নেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তাই উন্নতি হয়েছে তারও। ২২ ধাপ এগিয়ে ৯৯তম স্থানে জায়গা করে নিয়েছেন খালেদ। জিম্বাবুয়ের রায়ান বার্লের সাথে সমান ১৩২ রেটিং তার।
অবনতি হয়েছে স্পিনার মেহেদি হাসান মিরাজের। পোর্ট এলিজাবেথে দুই ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তারপরও দুই ধাপ পিছিয়ে ৫৫২ রেটিং নিয়ে এখন ৩৪ নম্বরে মিরাজ। ৬ ধাপ নিচে নেমে ২২৪ রেটিং নিয়ে ৮৫তম স্থানে আরেক পেসার এবাদত হোসেন। সিরিজের শেষ টেস্টে ১২১ ও ২৯ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন এবাদত। বাসস।।