প্রচ্ছদ ›› খেলা

এক পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২১ ১৫:৪১:৫৭ | আপডেট: ৩ years আগে
এক পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সুপার টুয়েলভে টানা চার হারে ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ রূপ নিয়েছে স্রেফ নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতায়। অজিদের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে টস ভাগ্যও সহায় হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে আগে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে।

একাদশে এক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নাসুম আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশয়ী হয় সাকিব-মুশফিকরা। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ শেষ ওভারেরর রোমাঞ্চে ৩ রানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেও ৬ উইকেটের পরাজয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

অপরদিকে সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই অজিদের।

এর আগে টি-টোয়েন্টিতে নয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এর মধ্যে ৫ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। বাকি চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়ের, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলেউড।