ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আর এ দলের নেতৃত্ব দিয়েছেন সাবিনা খাতুন।
ঢাকার পর এবার নিজ জেলা সাতক্ষীরায় অনাড়ম্বর সংবর্ধনা পেয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা সার্কিট হাউসে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা শেষে সাতক্ষীরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সাবিনা খাতুন। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
এমন সংবর্ধনা পেয়ে অভিভূত অধিনায়ক সাবিনা। তিনি বলেন, ‘সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনো কল্পনা করতে পারিনি। আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। সাতক্ষীরাবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ।’
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ।