মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনটিকেও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৭ রানে ৫ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। আর তাতে মাত্র ১৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
দুই ম্যাচ সিরিজের চতুর্থ দিন বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন এবাদত হোসেন। এদিন নিজের ৭ ডেলিভারিতে ৩ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের টপ অর্ডারে ধস নামিয়ে ফেলেন ডানহাতি এই পেসার। একইসঙ্গে মাউন্ট মঙ্গানুই টেস্টের লাগাম তুলে দেন বাংলাদেশের হাতে।
এবাদতের বোলিং তোপে ১৩৬ রানে ২ উইকেট থেকে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩৬ রান। চতুর্থ দিন শেষে ১৭ ওভারে ৩৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এবাদত, যা এখন পর্যন্ত টেস্টে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
এর আগে দলীয় ২৯ রানে টম ল্যাথামকে ফেরান তাসকিন আহমেদ। আর ৬৩ রানের মাথায় প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ডেভেন কনওয়েকে আউট করেন এবাদত।
চতুর্থ দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৪৭ রান। রস টেলর ৩৭ এবং রাচিন রবিন্দ্র ৭ রান নিয়ে অপরাজিত আছেন।
এর আগে ৩২৮ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ১৭৬ দশমিক ২ ওভারে ৪৫৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। আর তাতে নিউজিল্যান্ডের ৩২৮ রান টপকে ১৩০ রানের লিড পায় বাংলাদেশ দল।
২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯৩.২ ওভারের পর কোনো দলের বিপক্ষে এটাই বাংলাদেশ দলের সবচেয়ে বেশি ওভার ব্যাটিং করার রেকর্ড।