প্রচ্ছদ ›› খেলা

এবারও পর্তুগালের একাদশে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২ ২০:৪১:৪৭ | আপডেট: ২ years আগে
এবারও পর্তুগালের একাদশে নেই রোনালদো

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর পর এবার কোয়ার্টার ফাইনালেও পর্তুগালের প্রথম একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো। দলটির কোচ ফের্নান্দো সান্তোস তাকে বাইরে রেখেই প্রথম একাদশ ঘোষণা করেছেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে যে প্রথম একাদশে ১১ জন ছিলেন, মরক্কোর বিপক্ষে তাদেরই আরও এক বার নামাচ্ছেন তিনি।

সেদিন সুইসদের বিপক্ষে রোনালদোর পরিবর্তে গনসালো রামোসকে নামিয়েছিলেন স্যান্তোস। যেখানে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। আর সেই ম্যাচের পরে রামোসকে বসিয়ে রাখার ঝুঁকি নিতে পারেননি কোচ।

এ নিয়ে সান্তোস বলেন, ‘ম্যাচের আগে আমাদের কথা হয়েছিল। এমন নয় যে প্রথম একাদশের বাইরে থাকা সব ফুটবলারের সঙ্গে কথা বলি। কিন্তু রোনালদো দলের অধিনায়ক। তাই ম্যাচের আগে ওকে ডেকে আমার পরিকল্পনার কথা বলেছিলাম। প্রথমে ওর খারাপ লেগেছিল। কিন্তু পরে দলের স্বার্থে আমার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। আমাদের মধ্যে কোনও সমস্যা হয়নি।’

পর্তুগাল একাদশ: দিয়েগো কস্তা, দিয়োগো দালোত, রুবেন দিয়াস, পেপে (অধিনায়ক), রাফায়েল গুয়েরেইরো, রুবেন নেভেস, ওতাভিও, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস।