স্থগিত হয়ে গেলেও থাইল্যান্ডের ব্যাংককে চলছে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। সেই লক্ষ্যে আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুরু করেছেন রাসেল মাহমুদরা।
টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের এই ম্যাচে প্রথম কোয়ার্টারে সরোয়ার হোসেনের ফিল্ড গোলে ১-০ হয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে পুষ্কর খীসার স্টিকে ২-০। তৃতীয় কোয়ার্টারের ইন্দোনেশিয়া ২-১ করলে ম্যাচ জমে ওঠে। এরপর রাব্বি ফিল্ড গোলের স্কোরলাইন ৩-১।
ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম। জাতীয় দলের অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম ম্যাচ।
আগামী ১০ মে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে নামবে। আর নিজেদের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ১২ মে খেলবে।
আসরের ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, থাইল্যান্ড, হংকং চায়না, উজবেকিস্তান ও কাজাখস্তান।
এশিয়ান র্যাংকিংয়ের শীর্ষ ৬টি দল সরাসরি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ৬টি দল।