প্রচ্ছদ ›› খেলা

এশিয়া কাপ: পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সামনে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
২৯ মে ২০২২ ২১:৫৪:৩৬ | আপডেট: ৩ years আগে
এশিয়া কাপ: পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সামনে পাকিস্তান
সংগৃহীত

এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে পেল বাংলাদেশ।

রোববার ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে লাল-সবুজদের হয়ে একটি করে গোল করেছেন রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুস্কর ক্ষীসা মিমো।

এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। কিন্তু মালয়েশিয়ার কাছেও বড় ব্যবধানে হেরে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয়েছিল বাংলাদেশ।