করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার এখন করোনামুক্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সর্বশেষ পরীক্ষায় দুজনেরই করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তারা দুজনই সুস্থ আছেন।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়ে গত ৩০ নভেম্বর দেশে ফেরে নারী ক্রিকেটাররা। এরপর রাজধানীর সোনারগাঁও হোটেলে তাদেরকে ৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু কোয়ারেন্টাইন শেষ দিন (৬ ডিসেম্বর) দুই নারী ক্রিকেটারের করোনা শনাক্ত হয়।
এর পাঁচ দিন পর (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তারা দুজনই দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
এছাড়া নারী দলের আরেক সদস্য করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে এখনো নেগেটিভ হননি।
বিসিবি জানিয়েছে, ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন এবং পরবর্তী সপ্তাহে তার করোনা পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় নেগেটিভ হলে আইসোলেশন সেন্টার ছাড়ার অনুমতি পাবেন তিনি।