প্রচ্ছদ ›› খেলা

ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান

ক্রীড়া ডেস্ক
০৩ মে ২০২২ ২০:৫৪:২০ | আপডেট: ৩ years আগে
ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক নিকোলাস পুরান

কাইরন পোলার্ডের অবসরের পর ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন ব্যাটসম্যান নিকোলাস পুরান।

৩৪ বছর বয়সী পোলার্ড ২০১৯ সাল থেকে গত মাসে পদত্যাগ না করা পর্যন্ত একদিনের ও টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়ক ছিলেন।

পুরান ৩৭টি ওডিআই ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। গত বছর থেকেই পোলার্ডের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার পুরান। এবার চলতি বছরের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পূর্ণাঙ্গ মেয়াদে দুই ফরম্যাটের অধিনায়কত্ব পেলেন ২৬ বছর বয়সী এ তারকা।