প্রচ্ছদ ›› খেলা

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২১ ১১:২৯:১৮ | আপডেট: ৩ years আগে
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী

ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানা যায়।

ধারণা করা হচ্ছে, সোমবার রাতে সৌরভ গাঙ্গুলির করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

৪৮ বছর বয়সী ভারতের এ সাবেক অধিনায়ক এ বছরের শুরুতে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ছিলেন কয়েকদিন। তখন তার হার্টে এঞ্জিওপ্লাস্টি করা হয়। অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি৷ এরপর কয়েকদিন পর শুরু করেন নিজের স্বাভাবিক কার্যক্রম।