প্রচ্ছদ ›› খেলা

করোনা আক্রান্ত সাকিব, পাপনের আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক
১১ মে ২০২২ ১৩:৪০:৩৭ | আপডেট: ৩ years আগে
করোনা আক্রান্ত সাকিব, পাপনের আক্ষেপ

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিলেই করোনা আক্রান্ত হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান, এখন রয়েছেন নিজের বাসায় আইসোলেশনে।

অভিজ্ঞ এ অলরাউন্ডার মাঠে থাকুক এটা কে না চায়? কিন্তু বিধি বাম, দলে যোগ দেয়া হলো না, অনুশীলন শুরুর আগেই তিনি ছিটকে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে।

এদিকে, নানা কারণে সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের আক্ষেপের শেষ নেই। সম্প্রতি গণমাধ্যমকে পাপন জানান, তাকে পেতে চায় তিন ফরম্যাটের অধিনায়করা। কিন্তু চাইলেই সাকিবকে সব ম্যাচ বা সিরিজে পাওয়া যায় না।

বিসিবি চায় সব ম্যাচেই সাকিব খেলুক। সাকিব নিজেও চেয়েছিলেন এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে। এজন্য যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন তিনি। তবে ফিরে করোনাভাইসের আক্রান্ত হয়েছেন এই অলরাউন্ডার।

করোনা আক্রান্তের কারণে আগামী ১৫ মে শুরু হতে যাওয়া লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব। তাকে নিয়ে আরো একবার আক্ষেপ ঝরল বোর্ড সভাপতির কণ্ঠে। বুধবার জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানান, যখন দরকার হয় তখন সাকিবকে পায় না দল।