প্রচ্ছদ ›› খেলা

‘কলকাতা রাইডার্স যা করেছে তা আমার দেশও করেনি’

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩ ১৯:৪৭:২০ | আপডেট: ২ years আগে
‘কলকাতা রাইডার্স যা করেছে তা আমার দেশও করেনি’
আন্দ্রে রাসেল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর একেবারেই ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। ৮ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে।

২০১৪ সাল থেকেই এই দলের সঙ্গে আছেন আন্দ্রে রাসেল। দলের পরীক্ষিত পারফর্মারও তিনি। চলতি মৌসুমে তার পারফরম্যান্সেও মরচে ধরেছে। এখনও পর্যন্ত মাত্র ১০৮ রান এসেছে তার ব্যাট থেকে। বল হাতে নিয়েছেন ৫ উইকেট।

সম্প্রতি কলকাতার ইউটিউব চ্যানেলে রাসেলের একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। সেখানে রাসেল বলেছেন, ‘কলকাতা যে আমার জন্য ভাবে, সেটি বুঝেছি যখন তারা আমাকে আমার হাঁটুর সঠিক চিকিৎসার জন্য পাঠায়। সত্যি বলতে এটি আমার কাছে বিশেষ কিছু। অন্য কোনো ফ্যাঞ্চাইজি, এমনকি আমার দেশও (ওয়েস্ট ইন্ডিজ) আমার জন্য এতটা করেনি।’

এই অলরাউন্ডার আরও বলেন, ‘আমি এখানে অনেক সুখী। এই টুর্নামেন্টে (আইপিএল) ছাড়া আমি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দেখি না যাদের হয়ে আমি খেলতে চাই, কারণ আমি এখানে ৯ বছর ধরে আছি। এত বছর এখানে থেকে সতীর্থদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে উঠছি। এমনকি যখন ক্রিকেট খেলা হয় না, আমি তখনও মি. ভেঙ্কির (কেকেআরের প্রধান নির্বাহী) সঙ্গে যোগাযোগ রাখি। আমি তাকে সত্যিই সম্মান করি।’