প্রচ্ছদ ›› খেলা

ক্রীড়াঙ্গনে ঈদের ছুটির আমেজ

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৩ ১০:৩০:৪৬ | আপডেট: ২ years আগে
ক্রীড়াঙ্গনে ঈদের ছুটির আমেজ
প্রতীকী ছবি

আগামীকাল/পরশু উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এরই মধ্যে ঈদের ছুটির আমেজ বিরাজ করছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। ঈদের ছুটির জন্য বেশ কিছুদিন মাঠে গড়াবে না কোনো খেলা। যুব এশিয়া কাপ হকির জন্য মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এত দিন চলছিল যুব হকি দলের ক্যাম্প।

বৃহস্পতিবার থেকে ছুটি পেয়েছেন হকি খেলোয়াড়রা। কাল বিকালে অনুশীলনের পর শিষ্যদের ঈদের ছুটি দিয়েছেন কোচ মামুন উর রশিদ। চার দিন ছুটির পর আগামী মঙ্গলবার থেকে ফের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন হকি খেলোয়াড়রা।

ঈদের ছুটিতে রয়েছে ফুটবলাঙ্গনও। সপ্তাহে একদিন করে চলছিল ফেডারেশন কাপের খেলা। ১৮ এপ্রিল তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঈদের ছুটির কারণে ১৩ দিন পর ২ মে থেকে চতুর্থ কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে ফের মাঠে গড়াবে ফুটবল।

যদিও বুধবার চ্যাম্পিয়নশিপ লিগের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের ছুটির আমেজ চলমান রয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলেও। ১৫ এপ্রিল সর্বশেষ লিগের খেলা হয়েছিল। ৫ মে ফের মাঠে লড়াই শুরু করবেন দেশসেরা ক্লাবের ফুটবলাররা। ইংলিশ লিগের আদলে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

ঈদের ছুটি কারণে এ সপ্তাহে মাঠে গড়ায়নি প্রিমিয়ার লিগের খেলা। এ ছাড়া ক্রিকেট, কাবাডি, ভলিবলসহ অনেক ফেডারেশনের অনেক প্রতিযোগিতার খেলা ঈদের পর অনুষ্ঠিত হবে। ঈদের ছুটির পর আবারও ক্রীড়াঙ্গন ফিরবে চেনারূপে। মাঠে গড়াবে অনেক টুর্নামেন্টের খেলা।