প্রচ্ছদ ›› খেলা

চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৯:৫৭ | আপডেট: ১ year আগে
চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে মাহমুদউল্লাহ

ডানহাতি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ হাজার রান ছুঁতে মাহমুদউল্লাহর প্রয়োজন ছিল মাত্র এক রান। এরপর তিনি অনায়াসে সেই এক রান নিশ্চিত করেন। যার ফলে চতুর্থ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজে তার অংশগ্রহণ সম্পর্কে প্রাথমিক অনিশ্চয়তা সত্ত্বেও, ৩৭ বছর বয়সী এই ব্যাটার শেষ পর্যন্ত মাঠে নামেন এবং দ্বিতীয় ওয়ানডেতে তিনি ৪৯ রান করেন।

মাহমুদউল্লাহর আগে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে এই মাইলফলক অর্জন করেছিলেন।

লিটন বিশ্রামে, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শান্ত।