শ্রেয়াস আয়ার দ্রুত ফিরলেও শেষের ব্যাটাররা ভোগালেন বাংলাদেশকে। রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের লড়াইয়ে বড় সংগ্রহই গড়েছে ভারত। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সফরকারীরা তুলেছে ৪০৪ রান। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন চারটি করে উইকেট।
১৩৩.৫ ওভার ব্যাট করেছে ভারত। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তারা অলআউট হয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অসমান বাউন্সের উইকেটে তারা গড়েছে লড়াকু সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে উইকেট হারিয়েছে বাংলাদেশ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।
তৃতীয়বার জীবন পেয়েও সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন আয়ার। ইবাদত হোসেনের বলে সরাসরি বোল্ড হন ৮৬ রানের ইনিংস খেলে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালেও একবার জীবন পান আয়ার। ইবাদতের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ ছাড়েন লিটন দাস। আগের দিন ইবাদত ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান একটি করে ক্যাচ ছাড়েন তার।
আয়ার ফেরার পর অশ্বিন ও কুলদীপ ৯২ রানের জুটি গড়ে চারশর কাছে নিয়ে যান ভারতকে। ফিফটি পেরিয়ে (৫৮) অশ্বিন স্টাম্পড হন মিরাজের বলে। তাইজুল এলবিডব্লিউ করেন কুলদীপকে (৪০)। মোহাম্মদ সিরাজকে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানান মিরাজ।
দ্রুত রান তুলতে থাকা উমেশ যাদব ১০ বলে দুই ছক্কায় ১৫ রানে অপরাজিত থাকেন। শেষ ১১ রানে চার উইকেট হারায় ভারত।