প্রচ্ছদ ›› খেলা

ছয় দশক পর ইংল্যান্ডের বিপক্ষে হাঙ্গেরির জয়

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২২ ১৩:২৫:০১ | আপডেট: ৩ years আগে
ছয় দশক পর ইংল্যান্ডের বিপক্ষে হাঙ্গেরির জয়

দীর্ঘ ছয় দশক পর ইংল্যান্ডের বিপক্ষে এক স্মরণীয় জয় তুলে নিলো হাঙ্গেরি।

শনিবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ১-০ গোলে জেতে স্বাগতিকরা। এর আগে সবশেষ ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই দলের প্রথম ম্যাচে হাঙ্গেরি জিতেছিল ২-১ গোলে।

ম্যাচের ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেন দমিনিক সোবোসলাই। এই জয়ে ৬০ বছর আর ১৫ ম্যাচ পর ইংল্যান্ডের বিপক্ষে জিতল হাঙ্গেরি। উয়েফা নেশনস লিগে ১-০ গোলের জয় তুলে নেয় দলটি।

শনিবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে হাঙ্গেরির জয়ে ভূমিকা রাখেন দমিনিক সোবোসলাই।

আগামী মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে হাঙ্গেরি খেলবে ইতালির মাঠে। একই দিন ইংল্যান্ড জার্মানির মাঠে খেলবে।