জাতীয় দলের স্পিন কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান এ তথ্য নিশ্চিত করেন। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তারা।
২০১৯ সালের ২৭ জুলাই জাতীয় দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। জাতীয় দলের সঙ্গে ১০০ কার্যদিবস কাজ করার কথা ছিল নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের।
কিন্তু করোনাভাইরাসের বিধি-নিষেধের কারণে জাতীয় দলের সঙ্গে খুব একটা থাকনে পারেননি তিনি।
এবার ভেট্টোরির স্থলাভিষিক্ত হচ্ছেন হেরাথ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এই লঙ্কান স্পিনার।
এদিকে ২০২০ সালের আগস্টে নীল ম্যাকেঞ্জি পদত্যাগ করার পর থেকে জাতীয় দলের জন্য একজন স্থায়ী ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে পারেনি বিসিবি।
ম্যাকেঞ্জির পদত্যাগের পর অবশ্য জন লুইসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তবে শুধু শ্রীলঙ্কা সিরিজে ব্যাটিং পরামর্শ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার লুইসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অ্যাশওয়েল প্রিন্স।