প্রচ্ছদ ›› খেলা

জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারালো আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
১০ জুন ২০২২ ১৬:৫১:০৮ | আপডেট: ৩ years আগে
জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারালো আফগানিস্তান
সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতলো আফগানরা।

বৃহস্পতিবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

জিম্বাবুয়ের হারারেতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আফগানিস্তান। আফগান বোলারদের তোপে ৪৪ দশমিক ৫ ওভারে ১৩৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ৩৮, রায়ান বার্ল ২১ ও রেগিস চাকাভা ১৫ রান করেন। আফগানিস্তানের রশিদ খান ৩টি, মোহাম্মদ নবি-ফজলহক ফারুকী ২টি করে উইকেট নেন।

১৩৬ রানের সহজ টার্গেট স্পর্শ করতে গিয়ে বিপদে পড়ে আফগানিস্তানও। ৩৯ রানে ৩ উইকেট হারায় তারা। ১১৮ রানে ষষ্ঠ উইকেট পতন ঘটে তাদের। তবে শেষ পর্যন্ত ৭৪ বল হাতে রেখে জয়ের স্বাদ পায় আফগানরা। দলের পক্ষে অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ৩৮ ও নবি অপরাজিত ৩৪ রান করেন।

সিরিজের শেষ ওয়ানডেতে ম্যাচ সেরা হন আফগানিস্তানের রশিদ ও সিরিজ সেরা হন রহমত শাহ।

ওয়ানডে শেষে এবার আগামীকাল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

এদিকে সিরিজের শেষ ওয়ানডে জয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে দ্বিতীয় দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরি করলো আফগানিস্তান। সুপার লিগ তালিকায় পয়েন্টের প্রথম সেঞ্চুরি করেছিলো বাংলাদেশ।

১৮ ম্যাচ শেষে ১২০ পয়েন্ট নিয়ে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ। আর ১২ ম্যাচে ১০০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরে টেবিলের দ্বিতীয়স্থানে আফগানিস্তান।