জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে আসছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের দেশে ফেরার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিবারিক কারণে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এসময় মুশফিকের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি চেয়েছিলেন মুশফিক। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত একমাত্র টেস্টে ২২০ রানের বড় জয়ে জিম্বাবুয়ের সিরিজে শুভসূচনা পেয়েছেন সাকিব-তামিমরা।
একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। আগামী ২৩ জুলাই থেকে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।