ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে ঢাকায় দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দু’দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে।
বাংলাদেশ একাদশে ফিরেছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন ইয়াসির আলী ও এবাদত হোসেন।
বাংলাদেশ- নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।
ভারত- লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।