প্রচ্ছদ ›› খেলা

টাইগারদের সিরিজ জয়ের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৩ ০৯:৩৭:১৩ | আপডেট: ২ years আগে
টাইগারদের সিরিজ জয়ের ম্যাচ
পুরনো ছবি

টাইগারদের সামনে আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপেক্ষ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা তামিমরা এ ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত করবেন।

আজ সোমবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন টাইগাররা। গত শনিবার সিলেটে প্রথম ওয়ানডেতে উড়ন্ত সূচনা করেন তারা। রেকর্ড জয়ে সিরিজ শুরু করেন স্বাগতিকরা। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও দ্বিতীয় ম্যাচটি জিতে আজই সিরিজ নিশ্চিত করতে চান হাথুরুসিংহের শিষ্যরা।

সিলেটে প্রথম ওয়ানডেতে রেকর্ড দলীয় সংগ্রহের (৩৩৮/৮) পর রেকর্ড রানে (১৮৩) জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে নৈপুণ্য প্রদর্শন করেন সাকিব আল হাসান (৯৩), তাওহিদ হৃদয় (৯২), মুশফিকুর রহিমরা (৪৪)। এর পর বোলিংয়েও দুর্দান্ত ছিল বাংলাদেশ। এবাদতের ক্যারিয়ারসেরা বোলিং (৪/৪২), তাসকিন, নাসুম, সাকিবদের দারুণ বোলিংয়ে ৩০.৫ ওভারে ১৫৫ রানে আইরিশদের অলআউট করে বাংলাদেশ।

আজও তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) দাপট দেখিয়ে জয় তুলে নিতে চান তামিমরা। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হওয়ায় একাদশে ১-২টি পরিবর্তন দেখা যেতে পারে। তবে একাদশ যেমনই হোক না কেন, টাইগারদের লক্ষ্য একটিই- জয় নিয়ে মাঠ ছাড়া। আজ জিতলে নিজেদের ওয়ানডেতে এটি হবে বাংলাদেশের ৩৩তম আর দেশের মাটিতে ২৫তম সিরিজ জয়।

আইরিশদের অতীতেও ‘বাংলাওয়াশ’ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০০৮ সালের সফরে মিরপুরে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল ট্রেন্ট জন্সটনের দল। তাদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে টাইগাররা।

এ পর্যন্ত ১১ সাক্ষাতে ৮ জয়ের বিপরীতে ২ হার তাদের। ২০১১ সালের পর বাংলাদেশ সফরে আসা আয়ারল্যান্ডকে এবারও ৩-০ তে সিরিজ হারানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তামিমরা। তবে ম্যাচ বাই এগেনোর পরিকল্পনা তাদের। জয় দিয়ে সিরিজ শুরুর পর জয়ের সেই ছন্দটা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখার পরিকল্পনা স্বাগতিকদের। আজ দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার পালা। তার পর শেষ ম্যাচে আইরিশ-বধের ছক কষবেন হাথুরুসিংহে-তামিমরা!