প্রচ্ছদ ›› খেলা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২১ ১০:২৭:৪০ | আপডেট: ৪ years আগে
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী আর্জেন্টিনা

দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

বুধবার ১-১ সমতায় শেষ হয় আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার নির্ধারিত সময়ের খেলা। এরপর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনার নায়ক বনে যান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঠেকিয়ে দেন কলম্বিয়ার তিনটি শট।

মার্টিনেজের দক্ষতায় শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। আগামী শনিবার সকাল ৬টায় ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

এদিন ম্যাচের শুরুতেই লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সপ্তম মিনিটে মেসির পা থেকে বল পেয়ে বল জালে জড়ান মার্টিনেজ।

ম্যাচের ৩৬তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কলম্বিয়া। কিন্তু গোলপোস্টের বাধায় আটকে যায় কলম্বিয়ার দুটো আক্রমণ। শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি তাদের।

এদিকে প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারতো আলবিসেলেস্তেরাও। মেসির কর্নার থেকে দারুণ এক হেড নিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস। কিন্তু গোলরক্ষকের বাধায় জালের উপর দিয়ে বল বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস দিয়াস। ৬১তম মিনিটে বাম পাশ থেকে দিয়াসের দারুণ এক শটে সমতায় ফেরে কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। ৭২তম মিনিটে ফাঁকা জাল পেয়েও গোল করতে পারেননি মার্টিনেজ। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় নির্ধারিত সময়ের খেলা।