টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে আফগানিস্তান।
বুধবার ম্যাচ খেলতেই পারেনি আফগানরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে দলের পারফরম্যান্স ভালো না হলেও ব্যক্তিগতভাবে উন্নতি করেছে রশিদ খান।
আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগান স্পিনার রশিদ। অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডকে পেছনে ফেলে নিজের পুরনো জায়গা ফিরে ফেলেন এই তারকা।
হ্যাজেলউড নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন। কিন্তু কৃপণ বোলিংয়ে এগিয়ে রশিদ। আর তাতেই র্যাংকিংয়ে হ্যাজেলউডকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে আফগান লেগ স্পিনার।
বোলারদের র্যাংকিংয়ে ৩ ধাপ পিছিয়েছেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩ ওভার বল করে ৫৩ রান খরচ করেছেন তিনি। আর তাতে তিন ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছেন এই লঙ্কান স্পিনার।
এদিকে আফগানদের বিপক্ষে রেকর্ড ৫ উইকেট নেওয়া ইংল্যান্ডের স্যাম কারান ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন অষ্টম স্থানে। রয়েছেন ক্যারিয়ার সেরা অবস্থানে (৬৫৭ পয়েন্ট)।
শীর্ষ দশে থাকাদের আলাদা করেছে মাত্র ৫৫ রেটিং পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে শীর্ষ দশে ঢুকেছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিপক্ষে ৪ ওভার বল করে ২২ রান খরচে ১ উইকেট নেন তিনি। আর তাতেই দুই ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।