এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারলেও, অধিনায়ক সাকিব আল হাসান নিজের কাজটা ঠিকভাবেই করেছেন। ইকোনোমিক বোলিং করে এই তালিকায় ৮ ধাপ এগিয়েছেন।
বুধবার আইসিসি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। যেখানে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ১৯তমস্থানে উঠে এসেছেন সাকিব।
আফগানদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। যেখানে ১২টি ডট বল দিয়েছেন তিনি। আরেক স্পিনার শেখ মেহেদি হাসান এক ধাপ নিচে নেমে ১৬ নম্বরে আছেন। এই ম্যাচ না খেলা নাসুম আহমেদ দুই ধাপ পিছিয়ে এখন ২২তম স্থানে।
বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নেওয়া রশিদ খান দুই ধাপ এগিয়ে এখন তিন নম্বরে। আরেক আফগান স্পিনার মুজিব উর রহমান সেরা দশে ঢুকেছেন। শ্রীলংকার বিপক্ষে দুই উইকেট নেওয়ার পর বাংলাদেশের বিপক্ষেও নেন তিনটি উইকেট। যেখানে সাত ধাপ এগিয়ে এখন নবম স্থানে তিনি।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাংকিংয়ে আগের শীর্ষস্থানেই আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি।
টি-টোয়েন্টির ব্যাটিং র্যাংকিংয়ে মাহমুদউল্লাহ আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে ২৫ রান করে দুই ধাপ এগিয়ে আছেন ৩৮তম স্থানে। তবে ৪ ধাপ পিছিয়ে মোহাম্মদ নাঈম শেখের অবস্থান ৪০তম। তিন ধাপ পিছিয়ে তরুণ আফিফ হোসেন আছেন ৫৭ নম্বরে। সাকিব নিচে নেমেছেন এক ধাপ, এখন অবস্থান ৬৮তম।
ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৪৩ রান করে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন। ভারতের সূর্যকুমার যাদব তিনে নেমে গেছেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম শীর্ষেই আছেন। সেরা দশে আর কোনো পরিবর্তন হয়নি।