প্রচ্ছদ ›› খেলা

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সৌম্যর ৯ ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২১ ১৪:০০:৫১ | আপডেট: ৩ years আগে
টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সৌম্যর ৯ ধাপ উন্নতি

টেস্ট, ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছেন সৌম্য সরকার। ব্যাট হাতে পারফরম্যান্সের পুরষ্কারও পেয়েছেন হাতেনাতে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৯ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই হাফ সেঞ্চুরিসহ ১২৬ রান আসে সৌম্যর ব্যাট থেকে। তাতে মিলেছে সিরিজ সেরার পুরষ্কার। এবার এগোলেন আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও।

প্রথম ম্যাচে ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ করেন সৌম্য। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট না হাসলেও তৃতীয় ম্যাচে রেকর্ড ১৯৩ রান তাড়া করে জয়ের ম্যাচে ৯টি চার ও এক ছক্কায় ৬৮ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন সৌম্য।

এদিকে ৯ ধাপ এগোলেও সেরা ৩০ এর মধ্যেও আসতে পারেননি সৌম্য। ৯ থাপ এগিয়ে ৪৩ তম অবস্থান থেকে ৩৪তম স্থানে উঠে এসেছেন তিনি।