প্রচ্ছদ ›› খেলা

টি-২০: পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২২ ১০:০৪:৩৮ | আপডেট: ২ years আগে
টি-২০: পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সাকিব আল হাসান | পুরনো ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগাররা।

রোববার সুপার টুয়েলভের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেলো দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই পরাজয়ে আসরটির সেমিফাইনালে সম্ভাবনা তৈরি হলো বাংলাদেশ আর পাকিস্তানের। যে জিতবে গ্রুপ টু থেকে তারাই শেষ চারে জায়গা করে নেবে।

বাংলাদেশের সঙ্গে আজ সেমিতে ওঠার লড়াই পাকিস্তানেরও। জিতলে সেমিফাইনালের লড়াই, হারলে ধরতে হবে দেশে ফেরার বিমান। তবে এই ম্যাচ তাই জয়ের বিকল্প ভাবছে না কোনো দলই। জয়ের লক্ষ্য নিয়ে আই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, ইয়াসির রাব্বি আর হাসান মাহমুদ। তাদের পরিবর্তে আজ টাইগারদফের জার্সি গায়ে মাঠে নামবেন সৌম্য সরকার, নাসুম আহমেদ আর এবাদত হোসেন।

এদিকে, পাকিস্তানের একাদশে আজ কোনো পরিবর্তন নেই, আগের ম্যাচের একাদশ নিয়েই আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।