বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করার পর তৃতীয় দিনে এসে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান ব্রেন্ডন টেইলর। তার আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। অবশেষে তাকে সাজঘরে পাঠিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
শুক্রবার হারারেতে বাংলাদেশের দেওয়া ৪৬৮ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান টেইলর ও কাইতানোর জুটিতে দারুণভাবে এগোচ্ছিল স্বাগতিকরা। তাদের ১১৫ রানের জুটিতে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ৫৭তম ওভারের পঞ্চম বলে টেইলরকে স্কয়ার লেগে ইয়াসির আলীর তালুবন্দি করেন মিরাজ। ৯২ বলে ১২ চার ও এক ছয়ে ৮১ রান করেন এই ব্যাটসম্যান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ: ২০৯/২ (৬৭ওভার)
এর আগে, দ্বিতীয় দিনের শেষ সেশনে দলীয় ৬১ রানের মাথায় ওপেনার মিল্টন শুম্বাকে হারায় জিম্বাবুয়ে। সাকিব আল হাসানের বলে ৪১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। তার ফিরে যাওয়ার পর থেকে আরেক ওপেনার তাকুজওয়ানাশে কাইতানোকে নিয়ে দারুণ ব্যাট করেন টেইলর।