ডিআরইউ মিডিয়া কাপ ২০২৩-এ ভোরের ডাককে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বিজনেস পোস্ট। ৫ ছক্কা ও ১ চারে সর্বোচ্চ ৩৪ রান, ১ উইকেট ও ২টি ক্যাচ নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আরিফুর রহমান তুহিন।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভোরের ডাক। নাজিউর রহমান সোহেলের ৫৫ রানে ভর করে ৬ ওভারে ৯৪ রান করে দলটি।
রান তাড়া করতে নেমে প্রথমেই উড়ন্ত সূচনা করে দ্য বিজনেস পোস্টের ওপেনার সাখাওয়াত হোসেন সুমন। পরবর্তীতে আরিফুর রহমান তুহিনের অপরাজিত ৩৪ রান ও অতিথি খেলোয়াড় ডি এম ওমরের অপরাজিত ২৮ রানের সুবাদে এক উইকেট হারিয়ে জয়ের হাসি হাসে টিম বিজনেস পোস্ট।