প্রচ্ছদ ›› খেলা

ঢাকার কাছে কুমিল্লার প্রথম হার

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৮:০৬ | আপডেট: ৩ years আগে
ঢাকার কাছে কুমিল্লার প্রথম হার

মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ব্যাটিংয়ে কুমিল্লাকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মিনিস্টিার ঢাকা।

মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লা ১৭ ওভার ৩ বলে ১৩১ রানে গুটিয়ে যায়। আর তাতেই টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের মুখ দেখলো কুমিল্লা।

এদিন অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। মাত্র ৩৪ বলে ফিফটি পূরণের পর শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৪১ বলে ৭০ রান নিয়ে।

ঢাকার প্রথম পর্বটা মোটেও ভালো কাটেনি। চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছিল তারা। তবে চট্টগ্রামে পর্বটা মনের মতো কাটল মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজাদের নিয়ে গড়া দলটির। তবে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে বন্দরনগরীতে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নিল ঢাকা।

আজকের জয়ের সুবাদে ছয় ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। তাদের সমান পয়েন্ট নিয়েও শীর্ষেই আছে কুমিল্লা। ঢাকার চেয়ে দুই ম্যাচ কম খেলেছে তারা। আর ঢাকার সমান ছয় ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।