বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে অজিরা। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে একটি চার্টার্ড বিমানে সরাসরি বাংলাদেশে আসে অস্ট্রেলিয়ার দলটি।
বিমান বন্দর থেকে সরাসরি হোটেল হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যায় দলটি। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে।
দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।