ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এতে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
এর আগ পর্যন্ত খেলায় এবাদত হোসেন ও সাকিব আল হাসান একটি করে উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২১০ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা যথাক্রমে ২৫ ও ৩০ রান নিয়ে অপরাজিত আছেন।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৬৫ রানের জবাবে ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। তাদের ৬ব্যাটার ইনিংসে শূন্য রানে আউট হয়।
মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে টাইগাররা চ্যালেঞ্জিং স্কোর গড়ে। লিটন ১৪১ রানে আউট হলেও মুশফিক অপরাজিত থাকেন ১৭৫ রানে।
শ্রীলঙ্কার হয়ে কাসুন রাজিথা পাঁচটি এবং আসিথা ফার্নান্দো চার উইকেট নিয়েছেন।