প্রচ্ছদ ›› খেলা

তামিম-মুশফিকের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
১৮ মে ২০২২ ২০:০৫:১১ | আপডেট: ৩ years আগে
তামিম-মুশফিকের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ
সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ রানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

তামিম ইকবালের পর চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। তামিম-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ৬৮ রানের লিড পায় টাইগাররা। প্রথম ইনিংসে ৩৯৭ রান করে শ্রীলংকা। দিনের শেষ ভাগে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদেই পড়েছে লংকানরা।

১৭ দশমিক ১ ওভারে ৩৯ রানে ২ উইকেট হারিয়েছে শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে লংকানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৩১৮ রান করেছিলো বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে এখন ৭৯ রানে পিছিয়ে ছিলো বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিম, লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। হাতের ক্র্যাম্পে টান পড়ার কারনে তামিম ১৩৩ রান করে গতকাল আহত অবসর নেন। জয় ৫৮ রানে আউট হলেও, দিন শেষে মুশফিক-লিটন যথাক্রমে ৫৩ ও ৫৪ রান নিয়ে অপরাজিত ছিলেন।