ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান।
শনিবার টুর্নামেন্টের ও নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান।
এদিন ব্যাট হাতে ৫৩ বলে ৭৯ রান করে অনবদ্য এক ইনিংস খেলেন বাবর আজম। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
আগামী ১১ অক্টোবর ফিরতি পর্বে আবারও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
এর আগে শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছিলো পাকিস্তান।