দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব আল হাসান। দলের সঙ্গে যোগ দিতে রোববার সাউথ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন দেশসেরা এ অলরাউন্ডার।
শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাকিব নিজেই।
সাকিব আল হাসান জানান, ‘সাউথ আফ্রিকা সিরিজে যাচ্ছেন তিনি। আগামীকাল রওনা দেবেন সাকিব।’
দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে।
ওয়ানডে দল:
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।