চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মদ নবি।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নবি।
অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে নবি বিশ্বকাপে দলের প্রস্ততির ঘাটতি এবং নির্বাচক ও ম্যানেজমেন্টের সাথে মনমালিন্যের কথা উল্লেখ করেন।
লিখিত বিবৃতিতে নবি জানিয়েছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হল। নিজেদের এবং সমর্থকদের প্রত্যাশা মতো খেলতে পারিনি আমরা। সকলের মতো এমন ফলাফলে আমরা অত্যন্ত হতাশ। বড় প্রতিযোগিতার জন্য গত এক বছরে আমরা ভালো প্রস্তুতি নিতে নিতে পারিনি। অধিনায়ক হিসাবে যেমন প্রস্তুতি আশা করেছিলাম, তেমন হয়নি। গত কয়েকটি সফরে নির্বাচন কমিটি বা দল পরিচালন কমিটিও ঠিক ছিল না। সব মিলিয়ে দলের ভারসাম্যের উপর প্রভাব পড়েছে।’
তিনি আরও বলেন, ‘সকলকে যথাযথ সম্মান দিয়ে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট এবং দলের আমার প্রয়োজন হবে তখন আমার দেশের হয়ে খেলা চালিয়ে যাবো। আমি আপনাদের প্রত্যেককে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা বিশ্বকাপে ম্যাচগুলো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও মাঠে এসেছিলেন এবং যারা বিশ্বব্যাপী আমাদের সমর্থন করেছেন। আপনাদের ভালবাসা সত্যিই আমাদের কাছে অনেক অর্থবহ। আফগানিস্তান দীর্ঘজীবী হোক।’
চলমান বিশ্বকাপে কোন জয়ের দেখা পায়নি আফগানিস্তান। ৫ ম্যাচের মধ্যে ৩টিতে হেরেছে তারা। আর ২টি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়।
২০২১ বিশ্বকাপ থেকে নবির অধীনে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০টিতে জিতেছে ও ১৩টিতে হেরেছে আফগানিস্তান। সব মিলিয়ে ৩৫টি টি-টোয়েন্টিতে ১৬টিতে জয় ও ১৯টিতে হেরেছে দল।