প্রচ্ছদ ›› খেলা

দলে ফিরেই মাহমুদউল্লাহর সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২১ ১৬:১১:৫৯ | আপডেট: ৪ years আগে
দলে ফিরেই মাহমুদউল্লাহর সেঞ্চুরি
মাহমুদউল্লাহ রিয়াদ

১৬ মাস পর টেস্ট দলে সুযোগ পেয়েই চমক দেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন। 

রিয়াদ সেঞ্চুরিতে পৌঁছান ১৯৫ বলে। এ সেঞ্চুরি তিনি গড়েছেন এগারটি চার ও একটি ছয়ের বিনিময়ে। জিম্বাবুয়ের বিপক্ষে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও ২০২ বলে ১০৭ রানে ক্রিজে টিকে আছেন তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে মাহমুদউল্লাহ রিয়াদ পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর আর নামা হয়নি টেস্ট জার্সিতে। স্কোয়াডে জায়গা হচ্ছিল না এ অভিজ্ঞ ব্যাটসম্যানের। তার মতো ক্রিকেটারের টেস্টে না থাকায় সমালোচনাও হয়েছে বেশ। সেই তিনিই হারারে টেস্টে বাংলাদেশকে টেনে তুলে নিয়ে গেছেন বড় সংগ্রহের দিকে।

আগের দিনে ৫৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করেন রিয়াদ। তাকে দারুণভাবে সঙ্গ দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের কথার মতোই উইকেট ধরে রেখে রানের চাকা সচল রাখেন দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ। দিনের দ্বিতীয় ওভারেই দলের সংগ্রহ ৩০০ পেরোনোর পর জ্বলমলে ব্যাট চালান এই যুগল। একের পর এক বাউন্ডারিতে জিম্বাবুয়ের পেসারদের দিশেহারা করে তোলেন তারা।

৩৩৯ রানের মাথায় ৩২ রানে জীবন পান তাসকিন আহমেদ। এ জুটি ভাঙার সুযোগ থাকলেও ব্যর্থ হয় স্বাগতিকরা। এরপর অবশ্য ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান তাসকিন।