প্রচ্ছদ ›› খেলা

দিনের প্রথম ওভারেই তাইজুলের জোড়া উইকেট

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২১ ১০:৩৮:০৭ | আপডেট: ৩ years আগে
দিনের প্রথম ওভারেই তাইজুলের জোড়া উইকেট
সংগৃহীত ছবি

দিনের প্রথম ওভারেই তাইজুল জোড়া আঘাত হানলেন পাকিস্তান শিবিরে। পাকিস্তানের দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠালেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাবর আজমদের সংগ্রহ ২ উইকেটে ১৪৬ রান।

তৃতীয় দিনের শুরুতে আজ আবারও ব্যাট করতে আসেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক। দিনের প্রথম ওভারের প্রথম বলেই এক রান নিয়ে প্রান্ত বদল করেন আবিদ। পরের পরের তিন বল ডট করার পর চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শফিক। আউট হওয়ার আগে করেন ৫২ রান।

এরপরের বলেই আউট হয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলি। তিনিও এলবিডব্লিউতেই আউট হয়েছেন। কিন্তু প্রথমে তাকে আউট দেননি আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিলে আম্পায়ার নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়। ১ বল খেলে কোনো রান করতে পারেননি আজহার।

বাংলাদেশি বোলারদের পাত্তা না দিয়েই প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৩০ রানের জবাবে বিনা উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান। অন্যদিকে প্রথম দিন ব্যাটিংয়ে দাপট দেখানো বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় দ্বিতীয় দিনের শুরুতেই। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ গুটিয়ে যায় ৩৩০ রানে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন হাসান আলি।
 
প্রথম দিনে শতক করেছিলেন লিটন দাস, ৮২ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সবার আশা ছিল দ্বিতীয় দিনে নিজের শতক পূর্ণ করবেন মুশফিক, তবে সেটি আর হয়নি। ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের কাছে ক্যাচ তুলে দিয়ে ৯১ রানে আউট হন তিনি। মেহেদী হাসান মিরাজ ছিলেন ৩৮ রানে অপরাজিত। মেহেদী বাদে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি, যার ফলে ৩৩০ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
 
এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই প্রথম দিনের শতক করা লিটন দাসকে হারায় বাংলাদেশ। লিটন-মুশফিকের ২০৪ রানের জুটি ভাঙেন হাসান আলি। লিটনকে এলবিডব্লিউ করেন তিনি। এরপর ব্যাটিংয়ে নেমে ৪ রানে সাজঘরে ফেরেন টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলি।
 
হাসান ছাড়াও পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ। সাজিদ খান নেন এক উইকেট।