প্রচ্ছদ ›› খেলা

দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট শিকার তাইজুলের

ক্রীড়া ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২২ ১৩:২২:০০ | আপডেট: ২ years আগে
দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট শিকার তাইজুলের
ছবি- এএফপি

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলাম দুর্দান্ত ফর্মে আছেন। ভারতের তিনটি উইকেট নিয়ে রান সংগ্রহে তাদের অনেকটাই চাপে রেখেছেন।

ম্যাচের প্রথম দিন শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ১৯। কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংসের ২২৭ রানের জবাবে দ্বিতীয় দিনে তারা বেশ নড়বড়ে অবস্থায় শুরু করেন।

দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের পূর্বে ভারত তিন উইকেট হারিয়ে ৮৩ রান করে। বিরাট কোহলি ও ঋষভ পন্ত যথাক্রমে ১৮ ও ১২ রানে নটআউট রয়েছেন।

তাইজুলের ডেলিভারির প্রথম শিকার ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। বলটি রুখতে চেষ্টা করা সত্ত্বেও তার সামনের প্যাডে আঘাত করে। আম্পায়ার আউট না দিলে বাংলাদেশ এলবিডব্লিউ’র রিভিউ আবেদন করে। রিভিউয়ের রায় বাংলাদেশের পক্ষে আসে।

শুভমান গিল তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের পরবর্তী শিকারে পরিণত হন। এবারও এলবিডব্লিউ। তবে আম্পায়ার নিশ্চিত হয়েই আউট দিয়ে দেন।

৩৮ রানেই ভারত দুই ওপেনার হারায়। তবে তৃতীয় উইকেটে চেতেশ্বর পূজারা ও বিরাটের জুটি বেশ ভালোই করছিল। কিন্তু তাইজুলের বলে ও মমিনুল হকের ক্যাচে মাঠ ছাড়তে হয় পূজারাকে।

দ্বিতীয় টেস্টে টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে মুমিনুল হকের ৮৪ রানে সব উইকেট হারিয়ে বাংলাদেশ ২২৭ রান করে। ১২ ইনিংস পর মুমিনুলের এটি প্রথম ৫০ রান। উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন নেন চারটি করে উইকেট।