প্রচ্ছদ ›› খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

দ্বিতীয় টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২২ ১৪:৫৩:৪১ | আপডেট: ৩ years আগে
দ্বিতীয় টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ডারবান দ্বিতীয় টেস্টের টস

ডারবান ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে প্রথম টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ। ওই টেস্টের শেষদিনের প্রথম সেশনে নিজেদের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ২২০ রানের ব্যবধানে হেরেছিল টাইগাররা। ঘুরের দাঁড়ানোর প্রত্যয়ে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে মাঠে নেমেছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে জয় থেকে অনুপ্রেরণা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

পোর্ট এলিজাবেথ টেস্টের বাংলাদেশ একাদশে রয়েছে দুটি পরিবর্তন দেখা যায়। ওপেনার সাদমান ইসলামের পরিবর্তে রয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। প্রায় এক বছর পর টেস্টে ফিরেছেন তমিম। এছাড়াও ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। ফলে বাংলাদেশ একাদশে স্পিনারের সংখ্যা দাঁড়ালো দুইজনে।

অন্যদিকে, ডারবান টেস্টের একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। লুথি সিম্পালার খেলার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে ফিটনেস জটিলতায় তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি,লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ-
ডিন এলগার, সারিল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরাইন্নি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজার্ড উইলিয়ামস, ডুনানে অলিভায়ের।

প্রসঙ্গত, ডারবানে সিরিজের প্রথম টেস্টে বোলারদের দারুণ নৈপুণ্যে চতুর্থ ইনিংসে ২৭৪ রানের জয়ের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় জয়ের স্বপ্ন জলাঞ্জলি দেয় টাইগাররা। প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজের ঘূর্ণিতে মাত্র ১৯ ওভারে ৫৩ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকের দল। হারে ২২০ রানের বড় ব্যবধানে।