প্রচ্ছদ ›› খেলা

নিউজিল্যান্ডে টাইগারদের কোয়ারেন্টিন বাড়ল

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১ ১৬:০৬:০১ | আপডেট: ৩ years আগে
নিউজিল্যান্ডে টাইগারদের কোয়ারেন্টিন বাড়ল

করোনার প্রকোপের কথা মাথায় রেখেই সিরিজ শুরুর চার সপ্তাহ আগে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ। সাত দিনের কোয়ারেন্টিন করার কথা থাকলেও করোনার আক্রান্ত স্পিন বোলিং কোচ ও এই ভাইরাসে আক্রান্ত যাত্রীদের সঙ্গে ভ্রমণ করায় তা ক্রমেই বাড়ছে। সাত দিনের কোয়ারেন্টিনের পর গতকাল থেকে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশের। তবে করোনা আক্রান্ত কোচ ও যাত্রীদের সংস্পর্শে থাকার কারণে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রেখে আরও তিনদিন কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ড।

শুক্রবার নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের অনুশীলনটা আরও কয়েকটা দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। এই নির্দেশটা আসে নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রনালয়ের কাছ থেকে।’

তিনি বলেন, ‘আমাদের আরেকটা কভিড টেস্ট বাকি আছে, যেটা হওয়ার কথা ৯ নম্বর দিনে। সেটা হলে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যেতাম। আগে থেকেই নিউজিল্যান্ডে একটা নিয়ম ছিল ১৪ দিনের কোয়ারেন্টিন, যদিও ট্যুরের আগে সমঝোতার মাধ্যমে এটা ৭ দিনের করা হয়েছিল, প্লাস ৩ তিন। আসলে এটা ১০ দিনের সব সময়ই ছিল। ৭ দিন ছিল এমআইকিউর অধীনে, আর ৩ তিন দিন ছিল হোটেলে গিয়ে আপনি অনুশীলন করতে পারবেন, সেখানেও একরকম আইসোলেশন ছিল। সবমিলে, ১০ দিনের কোয়ারেন্টিনই ছিল সব সময়।’

তবে দলের করোনার হানা দেওয়াতে এমআইকিউর অধীনে কোয়ারেন্টিনের মেয়াদ আরও বেড়ে গেল। বিষয়টি নিশ্চিত করে নাফিস ইকবাল বলেন, ‘এখন হয়তো আমাদের এমআইকিউর অধীনেই ১০ দিন থাকতে হতে পারে। আমি আবারো বলছি, অনাকাঙ্ক্ষিত কারণে সরকারের দিক থেকে নির্দেশ দেয়া হয়েছে।’

করোনা আক্রান্ত হলেও স্পিন কোচের অবস্থার উন্নতি হয়েছে। খুব শিগগিরই তাকে দলের সঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনা জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘হেরাথ ভালো আছেন, ধীরে ধীরে উন্নতি করছেন। তার সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে টিম, সুজন ভাই আছেন, আমি যোগাযোগ রাখছি। আশাকরি, শিগগিরই তাকে আমাদের সাথে পাব। দোয়া করবেন সবাই যেন আমরা ভালো থাকি ও সুস্থ থাকি।’