প্রচ্ছদ ›› খেলা

নেপিয়ারে বৃষ্টি: কিউইদের নেই ৫ উইকেট, তবুও বড় সংগ্রহের পথে

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২১ ১৬:০৪:০০ | আপডেট: ৪ years আগে
নেপিয়ারে বৃষ্টি: কিউইদের নেই ৫ উইকেট, তবুও বড় সংগ্রহের পথে

নিউজিল্যান্ডের নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফিল্ডিংয়ে নেমে ধীরলয়ে শুরু করলেও বোলারদের প্রতাপে পড়ে কিউইদের ৫ উইকেট। মাঝে একবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। ১৮তম ওভারের পঞ্চম বলের পর ফের বৃষ্টি নেমেছে, তাই বন্ধ আছে ম্যাচটি।

নিউজিল্যান্ডের নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফিল্ডিংয়ে নেমে ধীরলয়ে শুরু করলেও বোলারদের প্রতাপে পড়ে কিউইদের ৫ উইকেট। মাঝে একবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। ১৮তম ওভারের পঞ্চম বলের পর ফের বৃষ্টি নেমেছে, তাই বন্ধ আছে ম্যাচটি।

দ্বিতীয়বার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান। ফিলিপস ৩১ বলে ৫৮ ও ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত আছেন মিচেল। ব্ল্যাকক্যাপসদের ইনিংসে বাকি আছে আর দুটি ওভার।

বোলিং ইনিংসে টাইগার বোলার মেহেদি পেয়েছেন দুই উইকেট। উইল ইয়ং ও মার্ক চাপম্যানকে সাজঘরের পথ দেখিয়েছেন এই স্পিনার। অবশ্য শুরুটা করেছিলেন তাসকিন। তিনি উইকেট পাওয়ার পর সাইফউদ্দিন, শরিফুল ইসলামও নিউজিল্যান্ড ব্যটসম্যনাদের সাজঘরে ফেরত পাঠিয়েছেন।