প্রচ্ছদ ›› খেলা

পাকিস্তানকে উড়িয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
১৪ মার্চ ২০২২ ১১:১২:৩০ | আপডেট: ৩ years আগে
পাকিস্তানকে উড়িয়ে নারী বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপের ওয়ান ডে ক্রিকেটে নিজেদের প্রথম জয় তুলে নিলো বাংলাদেশের মেয়েরা।

হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২২৫ রানে থেমে যায় পাকিস্তান নারী দলের ইনিংস। ফলে ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে, বিশ্বকাপের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সর্বোচ্চ দলগত রানের ইনিংস গড়ে তোলে তারা।

হ্যামিল্টনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রান তোলে। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের এটাই সর্বোচ্চ দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড।

আগের রেকর্ডও ছিল পাকিস্তানের বিরুদ্ধে। ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ৪৯.৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২১১ রান তুলেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। যদিও সেই ম্যাচে রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ।

শুধু দলগত রেকর্ডই নয়, বরং বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ওয়ান ডে ক্রিকেটে সর্বকালীন রেকর্ড গড়েন ফরজানা হক। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের এই ম্যাচে তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন। ফলে তিনি মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারীতে পরিণত হন। তিনি টপকে যান সতীর্থ রুমানা আহমেদের রেকর্ড।